Freelancing Banners from Freelancer & Odesk

Freelance Jobs The On Demand Global Workforce - oDesk

Wednesday, 17 May 2017

শুভ জন্মদিন বিডি সাইক্লিষ্ট

শুরু টা সেখান থেকেই যেখান থেকে আমার মত শত নয় হাজার খানেক Pro Cyclists দের শুরু। আজ সেই পরিবার টি ছয় বছরে পদার্পণ করেছে। 😊

যাদের কাছে বেড়ে উঠেছি তাদের কাছে যেমনি কৃতজ্ঞতা প্রকাশ করি তেমনি এই পরিবারটির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের হাত ধরে শুরু টা না হলে আমি দেখতে পারতাম না প্রিয় জন্মভূমি র অসংখ্য নদ-নদী আর শত শত গ্রাম এবং শহর। ঘুরতে পারতাম না ৬৪ জেলায়। উঠতে পারতাম না কেউক্রাডং চুঁড়ায়, বাংলাদেশের সর্বোচ্চ রাস্তায়। 
প্রিয় বাহনে পার হতে পারতাম না দেশের সীমানা। দেখা হতো না হিমালয়ের চুঁড়া খুব কাছ থেকে। নিজ পায়ে প্যাডেল মারতে পারতাম না হিমালয়ান হাইওয়ে হিমালয়ান রেল লাইনের গা ঘেঁষে। দুর্দান্ত সেই ট্যুর দিতে পারতাম না ভারতের তিন রাজ্যে। দেখা হতো না মেঘালয়া র সেই ছোট্ট এবং সর্বোচ্চ গ্রাম পোমনাকরা। 
একমাত্র প্রিয় বাহন আর সাইকেল আর এই পরিবারের অনুপ্রেরণা য় উঠতে পেরেছি সমগ্র বাংলার সর্বোচ্চ চুঁড়া সান্দাকফু তে। এই ছবির জায়গাটি তে এখনো কোন বাংলাদেশী র সাইকেলের চাঁকা র দাগ পড়েনি। কিন্তু আমিই সেই সৌভাগ্যবান যার সাইকেলের চাঁকার দাগ পড়েছে সান্দাকফুর মাটি এবং জমে থাকা বরফে। ☺

একমাত্র "BDCyclists" না থাকলে কোনভাবেই কি সম্ভব হতো? 
শেষমেশ বিশ্ব রেকর্ডের একজন গর্বিত অংশীদার হিসেবে নিজের নাম লিখিয়ে নেওয়া টা সব অর্জনকে সাইডে ফেলে সামনের সাড়ি তে এসে দাঁড়িয়ে আছে আজীবনের জন্য। ✌

এতো এতো অর্জন যার আছে সে ই তো এই পরিবারের গর্বিত সদস্য। হ্যা একজন গর্বিত সদস্য হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্চা জানাচ্ছি প্রিয় "বিডি সাইক্লিষ্ট" এর ৬ষ্ট জন্মদিনে। 💜

💜Happy Birthday💜BDCyclists💜

বেঁচে থাকুক বিডি সাইক্লিষ্ট, বেঁচে থাকুক ভালোবাসা সকল সাইক্লিষ্টদের অন্তরে। 😍

🗻 সান্দাকফু 📷 টাইম ল্যাপ্স 📅২৬.০৩.২০১৭